File talk:Government Seal of Bangladesh.svg

维基共享资源,媒体文件资料库
跳转到导航 跳转到搜索

মানচিত্র সংশোধন[编辑]

@আফতাবুজ্জামান: এই চিত্রের বর্তমান সংস্করণে বাংলাদেশের মানচিত্রে দক্ষিণাঞ্চলের দ্বীপগুলো সঠিক হয়নি। পুরোনো সংস্করণের মানচিত্রটা ঠিক আছে। MS Sakib (留言) 06:07, 7 March 2021 (UTC)[回复]

@RHJihan: আপনি কি সাহায্য করতে পারবেন? মানচিত্র ঠিক করার পাশাপাশি মানচিত্রের আকার একটু ছোট হবে। জুম করে এই পোস্টারটি দেখুন। --আফতাবুজ্জামান (留言) 19:07, 21 March 2021 (UTC)[回复]
@আফতাবুজ্জামান: আমি সিলের মানচিত্র এবং এর আকার নিয়ে কাজ করতে পারব। তবে আমি যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুইধরনের সিলই ব্যবহৃত হয়। ভেক্টর ব্যবহৃত হয়েছে এমন ডকুমেন্টে উইকিমিডিয়া কমন্সের সিলটিই সম্ভবত হুবহু ব্যবহৃত হয়েছে। দেখুন এখানে এবং এখানে
এছাড়াও আপনি যে ছবির লিংক দিয়েছেন তার অনুরূপ ছবিও পাচ্ছি। যেমন এখানে এবং এখানে। তবে ফন্ট দেখে মনে হচ্ছে এটা পুরোনো সংস্করণের।
এখন কোন সংস্করণকে প্রামাণ্য ধরে কাজ করব? Jihan (留言) 02:12, 22 March 2021 (UTC)[回复]
@RHJihan: মনে হয় না কমন্সের এই ফাইল এখানে এবং এখানে ব্যবহৃত হয়েছে। মানচিত্র লক্ষ্য করেন, কমন্সে অনেক বড় করে দেওয়া কিন্তু উক্ত পিডিএফ ফাইলে তা ছোট করে দেওয়া। এছাড়া সকল বাংলাদেশ গেজেটে এই ফন্টের সীল ব্যবহার করেছে। যেমন ২০১২ সালের এই গেজেট: File:বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুন ৩, ২০১২.pdf
আমার প্রস্তাব হল এই: আপনি এই বা এই বা File:বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুন ৩, ২০১২.pdf অনুকরণ করে এই ফাইলটা ঠিক করে দেন। আর সময় পেলে এই ফাইল অনুকরণ করে আরেকটা নতুন ফাইল আপলোড করতে পারেন। --আফতাবুজ্জামান (留言) 18:29, 22 March 2021 (UTC)[回复]
@আফতাবুজ্জামান: এই পিডিএফের অনুসরণে সংশোধিত সিলমোহর আপলোড করে দিয়েছি। Jihan (留言) 05:45, 23 March 2021 (UTC)[回复]
@RHJihan: ধন্যবাদ। তবে আরও কিছু সংশোধন দরকার। যেমন, দুই পাশে যে চারটি তারকা আছে, সেগুলি এই ফাইলে অনেক বড় করে দেয়া। মানচিত্র আরেকটু ছোট করতে হবে। গোলক/বৃত্ত ও লেখার মাঝে ফাঁকাস্থান কম দেয়া। এই ছবিটি দেখুন। গোলক ও লেখার মাঝে ফাঁকাস্থান ঠিক করতে না পারলে, অন্তত বাকি দুটি করে দেয়ার চেষ্টা করেন। --আফতাবুজ্জামান (留言) 16:29, 23 March 2021 (UTC)[回复]
@আফতাবুজ্জামান: প্রয়োজনীয় সংশোধন করে আপলোড করে দিয়েছি। Jihan (留言) 06:12, 24 March 2021 (UTC)[回复]
@RHJihan: অনেক অনেক ধন্যবাদ। আরেকটা বিষয়, আমার কাছে কেন জানি মনে হচ্ছে গোল অংশের ভিতরে (লাল গোলক ও সবুজ গোলকের মাঝের অংশটায়) পটভূমির রং ধূসর-সাদার পরিবর্তে সাদা হবে। উপরের সরকারি নথিগুলিতে, এমন সরকারি সাইটগুলির ফেভিকনে রং সাদা দেখতে পাচ্ছি। পারলে ঐ অংশ সাদা করে দিন। --আফতাবুজ্জামান (留言) 17:04, 24 March 2021 (UTC)[回复]
@আফতাবুজ্জামান: তাই তো, এটা তো লক্ষ্য করি নি। যাই হোক। সংশোধন করে দিয়েছি। Jihan (留言) 17:50, 24 March 2021 (UTC)[回复]