Commons:Bangla Wikipedia Photography Contest (India)/bn

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

Shortcut: COM:BNWPCIN

বাংলা উইকিপিডিয়া ফটোগ্রাফি কনটেস্ট ২০১৪ (ভারত)

বাংলা উইকিপিডিয়া ফটোগ্রাফি কনটেস্ট ২০১৪ একটি ছবির প্রতিযোগিতা এবং সর্ব-সাধারণের একটি ইভেন্ট যেখানে অংশগ্রহণকারীরা ভারত থেকে আলোকচিত্র এবং ভারতের সর্বত্র ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ও ঐতিহ্যবাহী স্থানের ছবি তুলে উইকিমিডিয়া কমন্সে আপলোড করতে পারবেন। এই ছবির প্রতিযোগিতা উইকিমিডিয়া ভারতশ কর্তৃক সমর্থিত এবং বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের সদস্যদের দ্বারা আয়োজিত।

প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে ভারতের প্রাকৃতিক, ঐতিহ্যবাহী স্থান ও উদ্যান, প্রকৃতির মজুদ, প্রাকৃতিক/ল্যান্ডস্কেপ, সংরক্ষিত এলাকায়, প্রাকৃতিক পার্ক, নয়নাভিরাম/ ল্যান্ডস্কেপ এলাকা, উল্লেখযোগ্য বাগানের ছবি ইত্যাদি সংগ্রহ করে বিশ্বব্যাপী বিনামূল্যের ইন্টারনেট বিশ্বকোষ উইকিপিডিয়া এবং অন্যান্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রকল্পের নিবন্ধে তা চিত্রিত করা। এর মনোযোগ শুধুমাত্র জাতীয় গুরুত্বপূর্ণ স্থানের প্রতি নয়, আঞ্চলিক পর্যায়ের ঐতিহাসিক এবং প্রাকৃতিক যেমন: বন, পার্ক, গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা, নদ-নদী অথবা আপনার এলাকার গুরুত্বপূর্ণ যে কোন জিনিসের প্রতি এর মনোযোগ রয়েছে। এর অর্থ অধিকাংশ ব্যবহারকারী তাদের নিকটস্থ বিভিন্ন প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান / ঐতিহাসিক নিদর্শনসমূহ খুঁজে পেতে সক্ষম হবেন। প্রত্যেকেই এখানে আলোকচিত্রী হিসাবে, স্বেচ্ছাসেবক হিসাবে অথবা উভয় রূপে অংশ নিতে আমন্ত্রিত। এই প্রতিযোগিতাটি ১লা অক্টোবর থেকে শুরু হয়েছে ও ৩০শে নভেম্বর ২০১৪ পর্যন্ত চলবে।

টীকাঃ এই পাতাটি শুধুমাত্র ভারত বিষয়ক ছবি আপলোডের জন্য। আপনি যদি বাংলাদেশের কোন ছবি কনটেস্টে দিতে চান তাহলে অনুগ্রহ করে ছবি(গুলো) বাংলাদেশের কনটেস্ট পেইজে আপলোড করুন। ধন্যবাদ!

আপলোড করতে প্রস্তুত? এখানে ক্লিক করুন