কমন্স:বাংলাদেশে উইকি লাভস মনুমেন্টস ২০১৭/সম্পর্কে

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
This page is a translated version of a page Commons:Wiki Loves Monuments 2017 in Bangladesh/About and the translation is 100% complete. Changes to the translation template, respectively the source language can be submitted through Commons:Wiki Loves Monuments 2017 in Bangladesh/About and have to be approved by a translation administrator.

উইকি লাভস মনুমেন্টস বা উইকি ভালোবাসে স্মৃতিস্তম্ভ (WLM) হল সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভের জন্য একটি বার্ষিক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা। এটি উইকিমিডিয়া অধ্যায়, দল ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবকরা স্মৃতিস্তম্ভের ছবি তোলে, পরে তা উইকিমিডিয়া কমন্সে আপলোড করে, ফলে তা উইকিপিডিয়ায় এবং অন্যত্র ব্যবহার করা যায়। এই প্রতিযোগিতার লক্ষ্য হল স্মৃতিস্তম্ভের ছবিগুলি বিশ্বব্যাপী জনসাধারণের জন্য দৃশ্যমান করা। গিনেজ রেকর্ডের বই অনুযায়ী, এই প্রতিযোগিতার ২০১১ সালের সংস্করণটি সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতার বিশ্ব রেকর্ড ভাঙে। ২০১৩ সালে, উইকি লাভস মনুমেন্টস প্রতিযোগিতা এন্টার্কটিকাসহ ছয়টি মহাদেশে অনুষ্ঠিত হয় এবং এতে বিশ্বজুড়ে ৫০টি দেশ থেকে অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী দেশগুলোতে বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে। উইকি লাভস মনুমেন্টসের লক্ষ্য হচ্ছে সেসব ঐতিহাসিক নিদর্শনের ছবি তোলা, এবং তা উন্মুক্ত লাইসেন্সে প্রকাশ করা; যাতে অন্যরা ইন্টারনেটের মাধ্যমে সহজেই সেগুলিতে প্রবেশাধিকার লাভ করতে পারে। এই বছর বাংলাদেশও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং এই পাতাটি প্রতিযোগিতার বাংলাদেশী অংশকে উপস্থাপন করছে। স্থানীয় প্রতিযোগিতাটি উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজন করছে ও এতে সহযোগিতা করছে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের সদস্যরা।

সময়ক্রম
  • শুরুর তারিখ: ১ সেপ্টেম্বর ২০১৭
  • শেষের তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০১৭
  • প্রতিযোগিতার সিদ্ধান্ত গ্রহণ: অক্টোবর ২০১৭-এর শেষে

এই প্রতিযোগিতায় আপনাকে একজন অংশগ্রহণকারী (চিত্রগ্রাহক), সাংগঠনিক স্বেচ্ছাসেবক, বা উভয় হিসাবে জড়িত হতে স্বাগত জানানো হচ্ছে। অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে খবরটি শেয়ার করে আমাদের সাহায্য করুন। হ্যাশট্যাগ: #WLMBangladesh শেয়ার করুন:alt= Share with Facebook alt= Share on twitter.com alt= Share on Google+

আরো দেখুন