Translations:Commons:Wiki Loves Monuments in Bangladesh/About/1/bn

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম) একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা যা প্রতি বছর সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী উইকিমিডিয়ার চ্যাপ্টার, দল ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজন করা হয়। অংশগ্রহণকারী দেশগুলো স্ব-স্ব গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গিনেজ রেকর্ডের বই অনুযায়ী, এই প্রতিযোগিতার ২০১১ সালের সংস্করণটি সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতার বিশ্ব রেকর্ড ভাঙে। ২০১৩ সালে, উইকি লাভস মনুমেন্টস প্রতিযোগিতা এন্টার্কটিকাসহ ছয়টি মহাদেশে অনুষ্ঠিত হয় এবং এতে বিশ্বজুড়ে ৫০টি দেশ থেকে অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করে।