Bangla subtitles for clip: File:Savitrichya Online Leki (Savitri's Online Daughters).webm

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
1
00:00:10,500 --> 00:00:12,040
আমরা পাবড় আর তার আশেরপাশের গ্রামের মেয়ে। 

2
00:00:12,040 --> 00:00:15,940
আমাদের কলেজ ডিগ্রি আছে, কিন্তু তারপর কি?

3
00:00:15,940 --> 00:00:21,120
আমাদের হাতের জন্য কাজ চাই, মস্তিষ্কের জন্য চিন্তা চাই আর বেঁচে থাকার জন্য চাই আত্মসম্মান।

4
00:00:21,140 --> 00:00:25,040
এইসব আমরা উইকিমিডিয়া প্রকল্পের মাধ্যমে একসাথে পেয়েছি।

5
00:00:25,040 --> 00:00:28,420
উইকিমিডিয়া বেশ কিছু প্রকল্পের সমূহ যেমন 

6
00:00:28,440 --> 00:00:37,560
উইকিপিডিয়া, উইকিসংকলন, উইকিমিডিয়া কমন্স, উইকিঅভিধান, উইকিউপাত্ত ইত্যাদি বেশ কিছু প্রকল্পের সমাবেশ।  

7
00:00:37,560 --> 00:00:43,880
জগতে অনেক জ্ঞান রয়েছে, কিন্তু বেশিরভাগ অনলাইন জ্ঞান ইংরেজিতে রয়েছে।

8
00:00:43,880 --> 00:00:51,620
এইসব তথ্য নিজের ভাষায় সংগ্রহ, তৈরি ও সংরক্ষণ করার ক্ষমতা প্রত্যেকের থাকা প্রয়োজন। 

9
00:00:51,640 --> 00:00:57,700
শুধু তাই নয়, প্রত্যেকের নিজের ভাষায় নতুন জ্ঞান যোগ করার ক্ষমতা থাকা প্রয়োজন। 

10
00:00:57,700 --> 00:01:01,060
সেই কারণেই উইকিমিডিয়া প্রকল্পের জন্ম হয়েছিল। 

11
00:01:01,060 --> 00:01:09,600
বর্তমানে, এইরকম মুক্তজ্ঞান বিশ্বের ২৫০টিরও বেশি ভাষায় প্রতিদিন জন্ম নিচ্ছে। 

12
00:01:09,620 --> 00:01:15,060
বিশ্বের যে কোন জায়গা থেকে এই মুক্ত জ্ঞান বিনামূল্যে সংগ্রহ করতে পারে। 

13
00:01:15,060 --> 00:01:24,140
এই সব লক্ষ্য মাথায় রেখে আমরা সেন্টার ফর ইন্টারনেট অ্যাণ্ড সোসাইটি সংস্থার সঙ্গে যোগাযোগ করি।

14
00:01:24,140 --> 00:01:28,100
তাঁরা বিভিন্ন ভারতীয় ভাষায় মুক্ত জ্ঞান তৈরিতে সহায়তা প্রদান করে থাকেন।

15
00:01:28,100 --> 00:01:34,000
তাঁদের সহায়তায় আমরা পাবড়ের বিজ্ঞান আশ্রমে মারাঠি ভাষায় জ্ঞান তৈরির কাজে হাত লাগাই। 

16
00:01:34,000 --> 00:01:40,540
এর জন্য, এই সংস্থা আমাদের একটি স্ক্যানার আর তিনটি ল্যাপটপ প্রদান করে। 

17
00:01:40,540 --> 00:01:45,660
উইকিপিডিয়া, উইকিসংকলন ও উইকিমিডিয়া কমন্স - এই তিনটি প্রকল্পে মূলত আমরা কাজ করে থাকি। 

18
00:01:48,580 --> 00:01:50,900
আমরা এখানে ঠিক কি করি? 

19
00:01:50,900 --> 00:01:55,200
আমরা মারাঠি উইকিপিডিয়ায় ৬০০টির বেশি নিবন্ধ লিখেছি।

20
00:01:58,000 --> 00:02:06,080
পাখি, গ্রাম, কৃষি, গ্রামীণ প্রযুক্তি এবং অনেক মহিলা কৃতী ব্যক্তিত্বের ওপর এই নিবন্ধ লেখা হয়েছে।

21
00:02:08,960 --> 00:02:15,280
আমরা পাবড় গ্রামের নিবন্ধের একটি QR কোড তৈরি করে সার্বজনিক স্থানে রেখেছি। 

22
00:02:15,280 --> 00:02:20,280
যে কেউ তা স্ক্যান করে আমাদের পাবড় গ্রাম সম্বন্ধে তথ্য পেতে পারেন। 

23
00:02:22,900 --> 00:02:27,560
আমরা উইকি প্রকল্পে কাজ করে এই সকল স্থানীয় তথ্য, মানুষের জ্ঞান ও দক্ষতা  

24
00:02:27,560 --> 00:02:35,720
আর তথ্যসূত্র সমৃদ্ধ নির্ভরযোগ্য লেখা সমাজের জন্য এক ক্লিক পাওয়ার মত করে সহজলভ্য করে দিই।

25
00:02:37,000 --> 00:02:44,460
উইকিমিডিয়া কমন্সে ছবি, অডিও ও ভিডিও আকারে জ্ঞান রয়েছে। 

26
00:02:44,460 --> 00:02:48,580
আমারা উইকিমিডিয়া কমন্সে ৩০০র বেশি ছবি আপলোড করেছি।

27
00:02:48,580 --> 00:02:56,880
উইকিসংকলন একটি মুক্ত গ্রন্থাগার। এখানে বইগুলি ইউনিকোডে রয়েছে, যাতে এগুলি মানুষ সহজে খুঁজে পেতে পারেন।  

28
00:02:56,880 --> 00:03:03,780
প্রথম ধাপে বইগুলির কপিরিট মুক্ত করে উইকিমিডিয়া কমন্সে আপলোড করা হয়। 

29
00:03:03,780 --> 00:03:10,460
যে কেউ তখন এই বইগুলিকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। 

30
00:03:11,220 --> 00:03:17,160
গত দুই বছরে, মাধব গাডগিল, জয়ন্ত নার্লিকর, মঙ্গলা নার্লিকর, ইরাবতী কার্বে

31
00:03:17,160 --> 00:03:24,760
শরু রঙ্গনেকর, সুনীলকুমার লাওটে, এস. জি. মাজগাঁওকর, মোহন হীরাবাঈ হীরলাল, লক্ষ্মীকান্ত দেশমুখ, বর্ষা দেশপাণ্ডে,

32
00:03:24,760 --> 00:03:34,800
হামিদ দলওয়াই, মেহেরুন্নিসা দলওয়াই ইত্যাদি লেখক বা তাঁদের উত্তরাধিকাররা তাঁদের সাহিত্যের কপিরাইট মুক্ত করেছেন।

33
00:03:34,800 --> 00:03:45,600
লেক লড়কী অভিযান, জ্ঞান প্রবোধিনী, সাপ্তাহিক বিবেক, বৃক্ষমিত্র ইত্যাদি সামাজিক সংস্থা তাদের সন্দর্ভ সাহিত্য মুক্ত লাইসেন্সে উন্মুক্ত করেছে।

34
00:03:45,680 --> 00:03:53,020
আমরা এখনো পর্যন্ত ২৮,০০০ পাতা স্ক্যান করেছি। 

35
00:03:54,860 --> 00:04:00,160
উইকিসংকলনে আপলোডের পরে 

36
00:04:00,160 --> 00:04:05,640
এই বইগুলিকে ইউনিকোডে পরিবর্তন করতে পাইথন প্রোগ্রামের মাধ্যমে ওসিআর করতে হয়।

37
00:04:05,780 --> 00:04:12,760
আমরা সেটা করতেও শিখেছি এবং ১৫,০০০-এরও বেশি পাতা সফল ভাবে ওসিআর করেছি।

38
00:04:13,700 --> 00:04:18,660
আমাদের গ্রামের কাছে রাজগুরুনগরে ১৫০ বছরের পুরনো একটি গ্রন্থাগার আছে।

39
00:04:18,660 --> 00:04:24,560
আমরা সেই গ্রন্থাগারের সংগ্রহ থেকে উনবিংশ শতাব্দীর ২৫টি দুষ্প্রাপ্য বই ডিজিটাইজ করছি। 

40
00:04:27,780 --> 00:04:30,900
এই কাজের জন্য বিজ্ঞান আশ্রম থেকে মৌলিক প্রশিক্ষণ পেয়েছি। 

41
00:04:32,640 --> 00:04:44,540
উন্নত প্রশিক্ষণের জন্য, সেন্টার ফর ইন্টারনেট অ্যাণ্ড সোসাইটি বেঙ্গালুরু, রাঁচি, কলকাতা, দিল্লি, পুণে, বিশাখাপত্তনম ইত্যাদি স্থানে কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে।

42
00:04:47,620 --> 00:04:53,740
এর ফলে একই ধরণের কাজের সঙ্গে যুক্ত অন্যান্য রাজ্যের বিভিন্ন উইকিমিডিয়া সম্প্রদায়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে।

43
00:04:54,560 --> 00:04:58,280
সাবিত্রীবাঈ ফুলের স্বপ্ন এগিয়ে নিয়ে চলেছি আমরা - সাবিত্রীর অনলাইন কন্যারা!