User:Najatul Haque

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

মোঃ নাজাতুল হক চৌধুরী একজন স্বপ্ন বীলাসি। তিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন। আরো বেশী ভালোবাসেন তার স্বপ্নগুলোকে গল্প আকারে প্রকাশ করতে। তাই তিনি লেখালেখি করেন। লেখালেখির মাজ দিয়ে খুঁজে পান অপার শান্তি। মোঃ নাজাতুল হক চৌধুরী ২০০৪ সালে চট্রগ্রামে জন্ম গ্রহন করেন।তার আসল বাড়ী সিলেট হলেও বাবার সরকারি চাকরির কারণে চট্রগ্রামের বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক পাশ করেন।সে সময় হতেই তিনি লেখালেখি শুরু করেন,কিন্তু তার সেই লেখা চাপা পরে রয়ে যায় চার দেয়ালের মাজে,খাতার ভাঁজে আর উঁই পোকাদের পেটে। ২০২০ সালে ধীরে ধীরে তার লেখা প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। তারপর আস্তে আস্তে তার লেখা ভীন্ন ভীন্ন ওইয়েব সাইটে প্রকাশিত হতে থাকে।২০২২ সালে মাত্র ১৮ বছর বয়সেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এর বড় একটি অংশে সুনাম অর্জন করেন তার লেখা কবিতা ও গল্প দ্বারা।

File:Https://web.facebook.com/photo/?fbid=1386771388446797&set=a.341671646290115
AT a Time