User:Yasirarafat6

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

ইয়াসির আরাফাত পেশায় একজন সাংবাদিক, মিডিয়া ব্যাক্তিত্ব ও কনটেন্ট ইডিটর তিনি বর্তমানে বাংলাদেশে শীর্ষ স্থানীয় একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে কর্মরত রয়েছেন

জন্ম ও পারিবারিক তথ্য

[edit]

২০০০ সালের ২১ ডিসেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় নিম্ন মধ্যবিত্ত একটি পরিবারে জন্ম। বাবা সেই সময় শিক্ষিত ভবঘুরে বেকার হলেও মা সামান্য দর্জির কাজ করেই সংসার চালাত।

চাকরি জীবন

[edit]

২০২২ সালের ৪ই আগষ্ট এটিএন বংলা এম সি এলে যোগদানের মধ্য দিয়ে মূলধারার সাংবাদিকতায় প্রবেশ করেন। এরপর ১লা জানুয়ারি ডিবিসি নিউযে যোগ দান করেন। বর্তমানে সেখানেই কর্মরত রয়েছেন।

শিক্ষা জীবন

[edit]

২০১৬ সালে নিজ উপজেলা শহর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পান্থাপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক,২০১৮ সালে গোবিন্দগঞ্জ সরকারী কলেজ হতে উচ্চ-মাধ্যমিক ও ২০২২ সালে একই কলেজ হতে স্নাতক সম্পন্ন করেন।